সাহিত্য 📚 বলাইয়ের প্রকৃতি প্রেম ও কাকির মাতৃস্নেহ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প বলাই মানুষ ও প্রকৃতি যে ভিন্ন নয় তা দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'বলাই' ছোটোগল্পের মাধ্যমে। এক শিশুর সঙ্গে প্রকৃতির গাছপালার সম্পর্ক কতো গভীর হতে পারে তা এই গল্পে দেখানো হয়েছে। তার সঙ্গে সন্তানহীন মায়ের মমত্ববোধ তুলে ধরা হয়েছে। ছাত্রকালে তাঁর কবিতা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছিল, শেষকালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কবি ১৯২৫ সালে 'কল্লোল পত্রিকা'-য় 'গ্ৰাম্য কবিতা' পরিচয়ে একটি কবিতা মুদ্রিত হয়। সাহিত্যের গুণমান এতোটা উচ্চ পর্যায়ের ছিল যে ১৯২৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবিতাটিকে পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করে। এই কবিতাটি কে লিখেছিলেন?